কলাগাছের প্রতিটি অংশই স্বাস্থ্যের জন্য উপকারী
কলাগাছের আশ্চর্যজনক ভেষজ গুণ রয়েছে। কলাগাছের প্রতিটি অংশই স্বাস্থের জন্য অতি প্রযোজনীয়। কলপাতার রসেই এতো গুণ আছে যে, এই রস টনিক সেবে ব্যবহার করলে মানুষ সচরাচর ভোগা বহু অসুখ-বিসুখ বিশেষ করে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কোষ্ঠবদ্ধতা, আমাশয়, রক্তহীনতা, অল্মপিত্ত, উচ্চরক্তচাপ এবং লিভারের দোষ নাশ হয়। কোমল কলা গাছের পাতা বিশেষ করে ভীম কলা, মালভোগ কলা, চাঁপা কলা ইত্যাদির পাতা থেতলে রস বের করে বোতলে ভরে ৫/৬ দিন ব্যবহার করা যায়। সেই রস এক চামচ চিনি বা অল্প লবন দিয়ে মিশিয়ে আধা কাপ করে দুবার খাওয়া...
Posted Under : Health News
Viewed#: 35 Favorites#: 1
See details.

